নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংগীত নিয়ে সমাজবাদী পার্টির নেতা আবু আজমির বিবৃতিকে কেন্দ্র করে বিরোধী জোটদের নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, "নতুন নাম, পুরনো কাজ! শুধু একটি নাম পরিবর্তনের চেয়েও অসামঞ্জস্যপূর্ণ জোটটিকে ভারত, ভারতের জনগণ এবং ভারতীয়ত্বের প্রতীকের সাথে সম্পর্কিত হতে হবে। দৃষ্টিভঙ্গি ও চিন্তা-ভাবনার পরিবর্তন দরকার। জাতীয় সঙ্গীতের প্রতি এমন অনুভূতির মানুষ কিভাবে দেশকে সম্মান করবে? রাহুল গান্ধী, নীতীশ কুমার, অখিলেশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় কি জাতীয় সঙ্গীতের প্রতি এই ধরনের মতামত সমর্থন করেন?"