রাতের বড় খবর: বৈঠকের পরেই সামনে এল ইন্ডিয়া জোটে উদ্ধব গোষ্ঠীর লক্ষ্য

ইন্ডিয়া জোটে উদ্ধব গোষ্ঠীর লক্ষ্য কি? জানিয়ে দিলেন শচীন আহির। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
uddhav1

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুম্বাইতে আজ ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকের প্রথম পর্বের আলোচনা হয়েছে। এবার ইন্ডিয়া জোটের অংশ হিসাবে শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) লক্ষ্য কি? সেই বিষয়ে জানিয়েছেন শচীন আহির। তিনি বলেছেন, "শুধু একটি লক্ষ্য- দেশকে এক করা। যেভাবে দেশে গণতন্ত্র হুমকির মুখে, মূল্যস্ফীতি ও জনসাধারণের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে এই সরকার ব্যর্থ হয়েছে। বিভিন্ন ইস্যুতে গঠিত এই ফ্রন্টের ভবিষ্যত কৌশল কি হওয়া উচিত এবং গণতন্ত্র রক্ষায় আমরা কিভাবে একত্রিত হয়েছি এবং কি করা উচিত, এই সমস্তই আগামীকাল আলোচনা করা হবে”।