এই মুহূর্তের বিশাল খবর: পাকাপাকি ইন্ডিয়া থেকে ভারত! সংবিধান পড়তে হবে, জানিয়ে দেওয়া হল

বিজেপি সরকারকে ইন্ডিয়া বনাম ভারত ইস্যুতে নিশানা করলেন বিনয় বিশ্বম। 

author-image
Aniket
New Update
dew

 

 

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া বনাম ভারত ইস্যুতে ইন্ডিয়া জোটকে ভয় পেয়ে ইন্ডিয়া থেকে বিজেপি দেশের নাম পাকাপাকি ভাবে শুধুমাত্র ভারত করতে চাইছে বলে বিরোধীরা প্রথম থেকেই কেন্দ্রকে নিশানা করে আসছে। এরই মধ্যে বর্তমানে সামনে আসছে এনসিইআরটি প্যানেলের সুপারিশে স্কুলের পাঠ্যপুস্তকে 'ইন্ডিয়া' থেকে 'ভারত' প্রতিস্থাপন করার সুপারিশের ইস্যু। এবার এই ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন সিপিআই সাংসদ বিনয় বিশ্বম। তিনি কেন্দ্রের নেতাদের সংবিধান পড়তে হবে বলে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, "আমি তাদের সংবিধান পড়তে বলতে পারি। অনুচ্ছেদ ১ এভাবে শুরু হয়, ইন্ডিয়া, অর্থাৎ ভারত, রাজ্যগুলির একটি ইউনিয়ন হবে। এটাই ইন্ডিয়া, এটাই সংবিধান। তাহলে তাদের কি সমস্যা হচ্ছে? ইন্ডিয়া শব্দটিকে তারা ভয় পায় কেন? এক দেশ, এক নির্বাচনের মত এই সমস্ত পদক্ষেপগুলি দেখায় যে কেন্দ্রের বিজেপি সরকার ১০০ শতাংশ ভীত"।