বড় খবর: এবার জেল, বহিষ্কৃত কংগ্রেস নেতা রাজেন্দ্র গুধা

কেঁদেই যাচ্ছেন বহিষ্কৃত কংগ্রেস নেতা রাজেন্দ্র গুধা। তাকে জেলে পাঠানো হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। 

author-image
Aniket
New Update
kjh

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের  মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয়েছে কংগ্রেস নেতা রাজেন্দ্র গুধাকে। তিনি দাবি করেছেন, নারীদের ওপর চলমান অত্যাচারের বিষয়ে মন্তব্য করায় তার এই হাল করা হয়েছে। এই বিষয়ে চলমান চর্চার মধ্যেই এবার নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে রাজস্থানে। বহিষ্কৃত কংগ্রেস নেতা রাজেন্দ্র সিং গুধাকে রাজস্থান বিধানসভায় ঢুকতে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় বলে জানা যাচ্ছে। কাঁদতে কাঁদতে এবার তিনি জেলে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। 

তিনি বলেছেন, "আমি চেয়ারম্যানের কাছে আমার লাল ডায়েরি পেশ করতে চেয়েছিলাম কিন্তু তিনি আমাকে কথা বলতে দেননি। কংগ্রেস নেতা শান্তি কুমার ধারিওয়াল আমাকে ধাক্কা দেয় এবং অন্যান্য কংগ্রেস নেতারা আমার সাথে মারামারি শুরু করেন। তারা ডায়েরির কিছু পাতা কেড়ে নেন। কিছু কংগ্রেস নেতা আমাকে লাথি ও ঘুষি মারেন এবং পরে আমাকে বিধানসভা থেকে বের করে দেন। আমি অধিবেশনে যোগ না দেওয়ার জন্য ফোন পেয়েছি এবং আমাকে বলা হয়েছে, শীঘ্রই জেলে পাঠানো হবে"।

ফি