বিশাল খবর: 'ইন্ডিয়া জোট নয়, কেসিআর-এর নেতৃত্বে নতুন জোট', জানিয়ে দেওয়া হল

কেসিআর-এর নেতৃত্বে নতুন জোট গঠনের ডাক দিলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। 

author-image
Aniket
New Update
fb

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারাতে ইন্ডিয়া জোটের ওপর আস্থা রাখতে পারছেন না এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি জানিয়েছেন তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর সঙ্গে রয়েছেন। তিনি কেসিআর-এর নেতৃত্বে নতুন জোট গঠনের দাবি রেখেছেন। তিনি বলেছেন, "ইন্ডিয়া জোটের জন্য আমি আমন্ত্রিত না হওয়া নিয়ে চিন্তা করি না। বিএসপি প্রধান মায়াবতী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং উত্তর-পূর্ব ও মহারাষ্ট্রের বেশ কয়েকটি দলও এই জোটের সদস্য নয়। আমরা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরকে এগিয়ে যেতে বলেছি এবং তৃতীয় ফ্রন্ট গঠন করতে এবং এতে বেশ কয়েকটি দলকে নিয়ে যেতে বলেছি। কেসিআর নেতৃত্ব দিলে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে। ইন্ডিয়া জোট এই শূন্যতা পূরণ করতে পারছে না"। এর থেকে স্পষ্টতই আসাদুদ্দিন ওয়াইসি বুঝিয়ে দিয়েছেন ইন্ডিয়া জোটের অংশ হওয়া তার লক্ষ্য নয়। তার বর্তমান লক্ষ্য নতুন জোট। তবে এখন দেখার লোকসভা নির্বাচনের পূর্বে ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ কি তৈরি হয় এবং এনডিএ ও ইন্ডিয়া জোটের সঙ্গে টক্কর দিতে লোকসভা নির্বাচনের পূর্বে নতুন কোনও দল সামনে আসে কিনা।

Asaduddin Owaisi

এদিন সংরক্ষণ ইস্যুতেও বক্তব্য রেখেছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি জানিয়েছেন, তিনি সংসদে একাধিকবার দাবি করেছেন সংরক্ষণের সীমা লঙ্ঘন করা দরকার। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, সংসদ অনুসারে ওবিসিদের ২৭ শতাংশ সংরক্ষণ দেওয়া হচ্ছে কিন্তু ওবিসিরা সমাজে ৮০ শতাংশের কাছাকাছি রয়েছে। এই বিষয়ে তিনি বলেছেন, "আমি সংসদে একাধিকবার বলেছি ৫০ শতাংশ সংরক্ষণের সীমা লঙ্ঘন করা দরকার কারণ ওবিসিদের ২৭ শতাংশ সংরক্ষণ দেওয়া হচ্ছে কিন্তু তারা সমাজে ৮০ শতাংশের এর কাছাকাছি রয়েছে"। তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করে বার্তা দিয়ে বলেছেন, "আমি আশা করি প্রধানমন্ত্রী এবং তার সরকার একটি বিল আনবেন"।