নিজস্ব সংবাদদাতা: অজিত পাওয়ারের পর এনডিএ-এর লক্ষ্য এবার শরদ পাওয়ারও। গতকালও এই বিষয়ে শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেন অজিত পাওয়ার। এবার এই বিষয়ে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মন্ত্রিপরিষদ মন্ত্রী দীপক কেসারকর।
তিনি বলেছেন, "আজ এনডিএ বৈঠক, অজিত পাওয়ার এই বৈঠকে যোগ দেবেন। শরদ পাওয়ার যদি বিরোধীদের সভায় যোগ দেন তবে এটি তার নিজের মতামত কিন্তু শরদ পাওয়ার যদি এখানে (এনডিএতে) আসেন এবং আমাদের আশীর্বাদ করেন তবে খুব ভালো হবে"।