নিজস্ব সংবাদদাতা: এনসিইআরটি প্যানেলের সুপারিশে স্কুলের পাঠ্যপুস্তকে 'ইন্ডিয়া'-এর পরিবর্তে 'ভারত' লেখার সুপারিশ নিয়ে নতুন করে ভারত বনাম ইন্ডিয়া ইস্যু নিয়ে চর্চা শুরু হয়েছে। একদিকে যখন বিরোধীরা প্রথম থেকেই এর জন্য কেন্দ্রকে নিশানা করে চলেছেন, তখন কেন্দ্র ফের একবার জল্পনা উস্কে দিয়েছে। এই নিয়ে বর্তমানে রাজনীতির পারদ ক্রমশই ওপরে উঠছে। এই বিষয়ে একদিকে যেমন কেন্দ্রকে সমর্থন করেছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এই বিষয়টিকে গর্বের বিষয় বলে জানিয়েছেন। আবার অনেকেই এই বিষয়টিকে কেন্দ্রের নিচু রাজনীতি বলে উল্লেখ করছেন। দেশের সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। ফলে উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির এই ইস্যুতে গর্ব প্রকাশের পর রাজনীতি এখন নয়া কোন মোড় নেয় তাই এখন দেখার।