নিজস্ব সংবাদদাতাঃ এবার পুজোর আগেই মিলল এক সুখবর। সূত্র মারফত জানা গিয়েছে যে, পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আরও বিস্তারিত ভাবে জানা গিয়েছে যে, ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগেই বাড়ানো হবে এই ভাতা।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, প্রতি বছর দীপাবলির সময়েই সাধারণত বাড়ানো হয় এই ভাতা। দফায় দফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে আরও জানা গিয়েছে যে, ৩ বা ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে ৫০ শতাংশ পর্যন্ত। শুধুমাত্র সরকারি কর্মচারীদেরীই নয়, এই ভাতা বাড়বে পেনশন ভোগীদেরও।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, কোভিডের সময়ে বেশ কিছু পরিমাণ বকেয়া এরিয়ার রয়েছে। সেগুলিও সরকারি কর্মচারীদের এবারে একসাথে দেওয়া হবে। এ ক্ষেত্রে উল্লেখ্য যে। কোভিডের সময়ে ১৮ মাসের এরিয়ার বাকি রয়েছে বলে জানা গিয়েছে। সুতরাং, বলাই বাহুল্য যে, পুজোর আগেই বেশ বড়সর পরিমাণের টাকা হাতে পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা। যদিও এই নিয়ে সরকারিভাবে এখনও কিছু বলা হয়নি।
এ ক্ষেত্রে আরও বলা বাহুল্য যে, যখন কেন্দ্র সরকার ৫০ শতাংশ ডিএ বাড়ানোর কথা ভাবছে, সেই সময়েই বাংলায় ডিএ দেওয়া হচ্ছে মাত্র ১৪ শতাংশ। এই নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের আন্দোলন চালাচ্ছেন। এমনকি সুপ্রিম কোর্টেও সেই নিয়ে মামলা কড়া হয়েছে। তবে সেই মামলার কোনও নিষ্পত্তি হয়নি।