নিজস্ব সংবাদদাতা: রামচরিতমানসকে পটাসিয়াম সায়ানাইডের সাথে তুলনা করেছেন বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্র শেখর। এবার চ্যন্দ্রশেখরের এই মন্তব্যের বিরোধিতা করে তার অপসারণের দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি কুমার পারস। তিনি বলেছেন, "এটি ভুল। মুখ্যমন্ত্রীর উচিত শিক্ষামন্ত্রীর পদ থেকে এমন লোকদের অপসারণ করা। আমাদের পরামর্শ হল মুখ্যমন্ত্রীর উচিত এমন ব্যক্তিকে সরিয়ে একজন যোগ্য ব্যক্তিকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করা"।