নিজস্ব সংবাদদাতা: এবার সাধারণ মানুষের প্রশ্নের মুখে নীতিশ কুমারের সরকার। গতকাল নির্মাণাধীন আগুওয়ানি-সুলতানগঞ্জ সেতুর তিনটি পিলার ধসে পড়ায় সেতুর প্রায় ১০০ মিটার ভেঙে পড়েছে। যার ফলে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। এবার এক প্রত্যক্ষদর্শী বলেছেন, "প্রাথমিকভাবে আমরা ভেবেছিলাম এটি একটি বিস্ফোরণ ছিল। পরে আমরা বুঝতে পারি যে সেতুটি ভেঙে পড়েছে। এটি সরকারের দুর্নীতিকে সামনে এনেছে। এটি প্রথমবার নয়, এই রাজ্যে সরকার দুর্নীতিগ্রস্ত। তদন্ত হওয়া উচিত"।