নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া জোট প্রসঙ্গে এবার সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে নিয়ে প্রশ্ন উঠছে। এবার শিবরাজ সিং চৌহান ইন্ডিয়া জোটের অংশিদার হিসাবে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়াও সাধারণ মানুষের মনেও প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোটে বিভিন্ন দল একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করার কথা বললেও রাজ্যের ক্ষেত্রে নিজেদের মধ্যেই তাদের লড়াই লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গে কংগ্রেস-তৃণমূল, পাঞ্জাবে ও দিল্লিতে আপ-কংগ্রেস আর এখন সমাজবাদী পার্টি ও কংগ্রেসের দ্বন্দ্ব বিজেপির তরফে হাইলাইট করায় ইন্ডিয়া জোট নিয়ে মানুষের মনে প্রশ্ন অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশিষ্ট মহলের মতে ভোট ব্যাঙ্কের ক্ষেত্রে যা ইন্ডিয়া জোটের বিপরীতে যেতে পারে। তবে রাজ্যে বিভেদ থাকলেও কেন্দ্রে একত্রে মোদী বিরধিতার ক্ষেত্রে কোনও বিভেদ নেই বলে ইন্ডিয়া জোটের তরফে বার্তা দেওয়া হচ্ছে।