নিজস্ব সংবাদদাতা: বিরোধী জোটে আম আদমি পার্টির থাকার বিষয়ে ক্রমশই প্রশ্ন চিহ্ন বড় হচ্ছে। আম আদমি পার্টির কংগ্রেসের সঙ্গে বিবাদ বিরোধী জোটে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই ১৭ জুলাই বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে আজ এই বৈঠকে আম আদমি পার্টির যোগদানের বিষয়ে সিদ্ধান্তের জন্য দলের রাজনৈতিক বিষয়ক কমিটির সভা ডাকা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যোগ দেবেন। বৈঠকের পর বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।