বড় খবর: চন্দ্রযান-৩, চাঁদে নামার ঠিক আগেই ঘোরা শুরু করল

চন্দ্রযান-৩ চাঁদের প্রাক-অবতরণ কক্ষপথে ঘুরছে।

author-image
Aniket
New Update
 Chandrayaan 3

নিজস্ব সংবাদদাতা: চন্দ্রযান ৩ নিয়ে আরও সাফল্যের কথা শোনালেন জ্যোতির্বিজ্ঞানী, অধ্যাপক, ডঃ আরসি কাপুর। তিনি জানিয়েছেন, চন্দ্রযান-৩ বর্তমানে চাঁদের প্রাক-অবতরণ কক্ষপথে ঘুরছে। তিনি বলেছেন, "ল্যান্ডার এবং রোভার বর্তমানে চাঁদের প্রাক-অবতরণ কক্ষপথে ঘুরছে। এগুলো (ল্যান্ডার ও রোভার) আগের সময়ের অবস্থা পরীক্ষা করেই তৈরি করা হয়েছে। অ্যালগরিদমকে বাগ-মুক্ত করা হয়েছে। এছাড়াও, ল্যান্ডারের ডিজাইনের একটি প্রধান অংশ লেগ মেকানিজমকে আরও শক্তিশালী করা হয়েছে"।