নিজস্ব সংবাদদাতা: আজ বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় মহা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে অংশ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিরোধীদের জোটের প্রধান বক্তব্য, "গনতন্ত্রকে বাঁচিয়ে রাখা"। এবার গণতন্ত্রের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেত্রী সরোজ পান্ডে। তিনি বলেছেন, "বিরোধী দলগুলি বেঙ্গালুরুতে বৈঠক করছে আর সেখানে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা করে তিনি গণতন্ত্রের কথা বলছেন। এটা খুবই আশ্চর্যজনক। মমতা জিকে অবশ্যই জবাব দিতে হবে। নারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বঙ্গে নারীদের ওপর অত্যাচার চলছে। এটা খুবই দুর্ভাগ্যের"। উল্লেখ্য, বিজেপির ঠিক করা মহিলা দলের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির সদস্য সরোজ পান্ডে। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে পৌঁছেছেন।