বড় খবর: গ্রেফতার হওয়াটা সম্মানের, বিজেপির প্রধানের মুখে ভিন্ন সুর

গ্রেফতার হওয়াকে সম্মানের বলে জানালেন তামিলনাড়ুর বিজেপির প্রধান। গ্রেফতার করা হয়েছে তামিলনাড়ুর বিজেপির সম্পাদককে। 

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর বিজেপির সম্পাদক এসজি সূর্যকে গ্রেফতার করা নিয়ে তরজা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে এবার এসজি সূর্যের হয়ে বার্তা দিয়েছেন তামিলনাড়ুর বিজেপির প্রধান কে আন্নামালাই। তিনি দাবি করেছেন, এসজি সূর্যের জন্য গ্রেফতার হওয়াটা সম্মানের। তিনি এসজি সূর্যের সু ভেঙ্কটেসনকে নিয়ে বক্তব্যের বিষয়ে বলেছেন, "আপত্তিকর কিছু নেই, এমনকি একটি শব্দও নেই। ম্যানুয়াল মেথরদের মৃত্যুর ক্ষেত্রে তামিলনাড়ু এক নম্বরে রয়েছে। তামিলনাড়ু পুলিশ সেই সম্পূর্ণ অজ্ঞাত। আমি নিশ্চিত যে সূর্যের জন্য এটি একটি সম্মানের মতো, তিনি যেভাবে আছেন সেভাবেই থাকবেন"।