নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের লখিমপুর খেরির জাহান নগর গ্রামে আখের ফসলের ক্ষতি করছে একদল বানর। বানরদের প্রতিরোধ করতে এবার ভালুকের পোশাক ব্যবহার করল একজন কৃষক। যা দেখে সকালবেলা মাঠে চমকে গিয়েছিলেন অনেক কৃষকই।
ওই কৃষক জানিয়েছেন, ৪০ থেকে ৪৫ টি বানর এলাকায় ঘুরে ফসলের ক্ষতি করছে। কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও তারা কর্ণপাত করেনি বলে অভিযোগ করেছেন ওই কৃষক। তাই ৪ হাজার টাকা দিয়ে এই ভাল্লুকের পোশাক কিনেছেন বলে জানিয়েছেন গজেন্দর সিং।