নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুতে ভেজাল মদ খেয়ে প্রাণ গিয়েছে ১২ জনের। অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। সোমবার অসুস্থদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। অসুস্থদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। তারপরেই তিনি জানিয়েছেন, ভেজাল মদ মামলাগুলি এবার থেকে তদন্ত করবে সিবি-সিআইডির আধিকারিকরা। উল্লেখ্য, তামিলনাড়ুর ভিলুপুরম এবং চেঙ্গলপাট্টুতে ভেজাল মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিবি-সিআইডির হাতে তদন্ত গেলে দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন।