নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্য। এরই মধ্যে গতকাল মুর্শিদাবাদে কংগ্রেসের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কংগ্রেসের তরফে। এই বিষয়ে এবার মন্তব্য করতে গিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, "আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হচ্ছে। বাংলার ক্ষমতাসীন দল গুন্ডামি করছে এবং প্রশাসনকে ব্যবহার করে ভয়ের পরিবেশ তৈরি করছে। বিরোধীদের পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে, তারা (টিএমসি) চায় না নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক"।