নিজস্ব সংবাদদাতা: ভারতে অনেকেই আছেন যাঁরা ভারত সরকারের দেওয়া রেশনের উপরে নির্ভর করেন। ভারতের গরীব মানুষদের জন্য বিনামূল্যে রেশন দেয়। তবে এবার এই রেশন ব্যবস্থা নিয়েই একটা বড় ঘোষণা করল সরকার। যদি আপনিও একজন রেশন কার্ড হোল্ডার হন তাহলে ৩০ জুন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যে যাঁরা বিনামূল্যে রেশন নিচ্ছেন তাঁদের ক্ষেত্রে ৩০ জুনের পরে বিনামূল্যে রেশনের সুবিধা পেতে সমস্যা হতে পারে। এই তারিখের মধ্যে আপনার রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে ৩১ মার্চ পর্যন্ত রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময় সীমা থাকলেও পরে ৩০ জুন অবধি সময়সীমা বৃদ্ধি করা হয়। এর মধ্যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করলে আর রেশন পাবেন না।