নিজস্ব সংবাদদাতা : বড় উদ্যোগ সরকারের। এবার বিনা খরচে তীর্থযাত্রীরা বেড়াতে যেতে পারবেন বিভিন্ন ধর্মীয় স্থানগুলিতে। এমনই ঘোষণা করে দিলেন মন্ত্রী। পাঞ্জাব সরকারের মন্ত্রী হারপাল সিং চিমা বলেছেন, "মুখ্যমন্ত্রী তীর্থ যাত্রা স্কিম আজ চালু করা হয়েছে৷ এই স্কিমটি চালু করা হয়েছে যাতে পাঞ্জাবের প্রবীণ নাগরিকরা বিনামূল্যে ধর্মীয় স্থানগুলি দেখতে পারেন, যাত্রাগুলি ট্রেন এবং বাসে অনুষ্ঠিত হবে৷ এই স্কিমটি পাঞ্জাবে গুরপুরব থেকে শুরু হবে। নান্দেদ সাহেব, বারাণসী, আনন্দপুর সাহেব, তালওয়ান্দি সাহেব, মাতা নয়না দেবী মন্দির, মাতা চিন্তপূর্ণি মন্দির, জ্বালাজি মন্দির এবং সালাসার বালাজিতে বিনামূল্যে যাত্রা পরিচালিত হবে। আমরা ৪০ কোটি টাকা বরাদ্দ করেছি এর জন্য ।"