নিজস্ব সংবাদদাতা : এমন অনেক পুরুষরা রয়েছেন তাদের মধ্যে রয়েছে নারী সত্ত্বা। আবার এমন অনেক নারীই রয়েছেন যাদের সত্ত্বাটা পুরুষের। আর এ কারণেই ঘটে রূপান্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এক অধ্যায়ের সূচনা হল রূপান্তরকামীদের জন্য। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ওপিডি চালু করা হল। উদ্বোধন করেন আরএমএল হাসপাতালের পরিচালক ডাঃ অজয় শুক্লা। রূপান্তরকামীরা সচরাচর ওপিডিতে আসতে চান না। তাই এবার তাদের জন্য নতুন ওপিডি খুলে গেল। প্রয়োজনের তাগিদে পরবকর্তীকালে ওপিডির সংখ্যা বাড়ার ইঙ্গিতও দিয়েছেন হাসপাতালের পরিচালক।