নিজস্ব সংবাদদাতা: বিজেপি লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিজেপির লোকসভার প্রার্থী তালিকায় মহারাষ্ট্রের আসনের উল্লেখ নেই। এই বিষয়ে এবার বার্তা দিলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এবং এনসিপি নেতা (অজিত পাওয়ার দল) ছগান ভুজবল। তিনি বলেছেন, "টিকিট কাকে দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। মহারাষ্ট্রের কোন আসন থেকে কাকে নেওয়া হবে, এখনও কিছু সিদ্ধান্ত হয়নি। বড় সিদ্ধান্ত সময় নেয়। এটা রাতারাতি করা যাবে না।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)