নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল। দিল্লির বৃহত্তর কৈলাশ এলাকায় পদযাত্রার সময় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এএপি জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের ওপর তরল ছোড়ার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তিকে তার নিরাপত্তা কর্মীরা আটক করে। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের আশঙ্কা করা হচ্ছে।