বিগ ব্রেকিং: সময় রায়না- এক ভুলে নিজের হাতে সব শেষ করলেন

কি করলেন সময় রায়না?

author-image
Aniket
New Update
f

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইউটিউব দুনিয়ায় বর্তমানে অন্যতম বড় নাম সময় রায়না। তার হিউমার তাকে দর্শক মহলে অত্যন্ত পরিচিত করে তুলেছে। 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' নামে তিনি একটি বিখ্যাত শো শুরু করেছিলেন ইউটিউবে। তবে এই শো নিয়েই বিতর্কের মুখে পড়েছেন তিনি। তার এই শো-এর একটি এপিসোডে জাজ প্যানেলে থাকা আরও এক ফেমাস ইউটিউবারের রণবীরের মন্তব্যকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়। যার জেরে তার এই শোকে একাধিক সমালোচনার মুখে পড়তে হচ্ছে দেশ জুড়ে। দায়ের হয়েছে এফআইআরও।

Samay Raina's first reaction to India's Got Latent row: 'Too much for me to  handle' | Latest News India - Hindustan Times

এবার এই এক ভুলের জন্যই নিজের হাতে সব শেষ করতে হল তাকে। তার সবচেয়ে জনপ্রিয় শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এর সব এপিসোড ইউটিউব থেকে সরিয়ে দিলেন তিনি। তিনি ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছেন। তিনি বলেছেন, "আমি আমার চ্যানেল থেকে সমস্ত 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এর ভিডিও সরিয়ে দিয়েছি। আমি সমস্ত এজেন্সিগুলির সাথে তাদের অনুসন্ধানগুলি সুষ্ঠুভাবে শেষ হয়েছে তা নিশ্চিত করতে সম্পূর্ণ সহযোগিতা করব"।