নিজস্ব সংবাদদাতা: আরজি কর মামলায় আজ ফের শুরু হয়েছে সুপ্রিম কোর্টের শুনানি পর্ব। তবে এবার সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতা করলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। যার ফলে শোরগোল শুরু হয়েছে। তবে লাইভ স্ট্রিমিং কোনও ভাবেই বন্ধ হবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। আদালতের দাবি, জনগণের জানার প্রয়োজন রয়েছে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এবং স্বচ্ছতা বজায় থাকবে লাইভ স্ট্রিমিংয়ে। ফলে শুনানির শুরুতেই ধাক্কা খেল রাজ্য সরকারের আইনজীবী। এখন দেখার ঘটনা পরবর্তীতে কোন মোড় নেয়। এবার কপিল সিব্বাল দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলা আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে।