নিজস্ব সংবাদদাতা: দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতীশি নিজেকে মুখ্যমন্ত্রী হিসাবে মনে না করে অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে বিবেচনা করছেন বলে জানিয়ে দিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।
তিনি বলেছেন, "অতিশি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং যদি তিনি একটি খালি চেয়ার দেখান তবে এটি অনেক প্রশ্ন উত্থাপন করে। তার মানে তিনি নিজেকে মুখ্যমন্ত্রী মনে করেন না। নিজে মুখ্যমন্ত্রী হয়েও তিনি অন্য কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করেন, এটা মুখ্যমন্ত্রীর পদ ও সংবিধানের প্রতি অসম্মান দেখানোর সমান। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশিকে চিঠি লিখেছি। কে পড়বে আমার চিঠি? একজন মুখ্যমন্ত্রী কীভাবে বলতে পারেন তিনি পুতুল? তারা জনগণের অনুভূতিতে আঘাত করছে।”
উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়ালের আচমকাই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দিল্লির মসনদে বসেছেন অতীশি। তবে তিনি অরবিন্দ কেজরিওয়ালকেই মুখ্যমন্ত্রী করার শপথ নিয়ে কাজ শুরু করেছেন।