নিজস্ব সংবাদদাতা: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবার মহাগহবন্ধন জোট প্রসঙ্গে বড় বার্তা দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/12a4f6f2-b67.png)
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, "আমরা দুবার সেখানে (মহাগহবন্ধন) গিয়ে ভুল করেছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটি আর কখনও ঘটবে না। এটা ভুল, আমাকে কে মুখ্যমন্ত্রী বানিয়েছে? অটল বিহারী বাজপেয়ী আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আমরা কীভাবে ভুলব?"