বিগ ব্রেকিং: বেরিয়ে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী- নিতে চলেছেন নয়া পদক্ষেপ- সকাল সকাল বিশাল খবর- ভিডিও

বেরিয়ে গেলেন রাহুল গান্ধী।

author-image
Aniket
New Update
rahul ten.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা এবং লোকসভায় এলওপি রাহুল গান্ধী দিল্লিতে তার বাসভবন থেকে বেরিয়ে গেলেন। হরিয়ানা নির্বাচনকে মাথায় রেখে আজ তিনি নির্বাচনি প্রচারে অংশ নিয়ে কংগ্রেসকে হরিয়ানায় জয়ের লক্ষে একধাপ এগিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিতে চলেছেন। আজ হরিয়ানার আম্বালা ও কুরুক্ষেত্রে দলের হয়ে প্রচার করবেন তিনি। উল্লেখ্য,হরিয়ানায় নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে।

বিজেপি এখানে রাজত্ব করলেও এই নির্বাচনেই হরিয়ানায় তাদের পতন হবে বলে বিরোধীরা মনে করছেন। তবে হরিয়ানায় বিরোধীদের ফের ধুলোয় মিশিয়ে দিয়ে সরকার গড়ার ক্ষেত্রে আশাবাদী বিজেপি। প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর হরিয়ানার ৯০ টি বিধানসভা আসনে ভোট হবে। সেই দিনই হরিয়ানার মানুষ ঠিক করে দেবেন তারা ফের বিজেপিকে চাইছেন নাকি হরিয়ানায় পাশা বদল হবে এবার।