নিজস্ব সংবাদদাতা: গ্রেফতার হয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এবার প্রশ্ন হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী এরপর কে হবেন? তবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন আপ নেত্রী অতীশি। তিনি জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে সরকার চালাবেন। আপাতত এটাই পরিকল্পনা আপের।
অতীশি বলেছেন, "আমরা খবর পেয়েছি যে ইডি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। আমরা সবসময় বলে আসছি অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে সরকার চালাবেন। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। আমাদের আইনজীবীরা এসসিতে পৌঁছাচ্ছেন। আমরা আজ রাতে এসসিকে জরুরি শুনানির দাবি জানাব।" উল্লেখ্য, ইতিপূর্বে আপ নেতা মনীশ সিসোদিয়া গ্রেফতার হন আবগারি মামলায়। এবার গ্রেফতার হলেন অরবিন্দ কেজরিওয়াল। ফলে লোকসভা নির্বাচনের ঠিক আগে এই গ্রেফতার বড় ভূমিকা নিতে চলছে বলে জানা যাচ্ছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . .. . .. .
k