বাইডেনের ভারত সফর অনিশ্চিত!

জি-২০ সম্মেলন নিয়ে রাজধানীতে সাজো সাজো রব। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। ১৯ টি দেশের রাষ্ট্রনেতা সহ আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তবে তিনি কি আসবেন?

author-image
Pallabi Sanyal
New Update
১২৪

নিজস্ব সংবাদদাতা :  আগামী ৭ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সময়ের একদিন আগেই তার ভারতে আগমনের কথা চাউর হয়ে গিয়েছে। তবে, আদৌ কি তিনি আসতে পারবেন? এখন এই প্রশ্নটাই ভাবাচ্ছে ভারতকে। কারণ  কোভিড পজিটিভ তাঁর স্ত্রী জিল বাইডেন। হোয়াইট হাউসের তরফে খবরটি নিশ্চিত করে জানানো হয়েছে,মার্কিন ফার্স্ট লেডি করোনা আক্রান্ত হলেও রিপোর্ট নেগেটিভ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সপ্তাহখানের তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ফলে ভারতে বাইডেনের আসা নিয়ে চূড়ান্ত অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

Jill und Joe Biden und das "Fexting" - Panorama - SZ.de

 

এদিকে ভারতে বাইডেনকে স্বাগত জানানো উপহারের ডালি নিয়ে প্রস্তুত শিল্পী। বাইডেনের  ৭ ফুট বাই ৫ ফুট একটি ছবি এঁকেছেন অমৃতসরে ডক্টর জগজ্যোত সিং। তিনি মার্কিন প্রেসিডেন্টের হাতে পেইন্টিংটি তুলে দিতে চান। তিনি এও চান যে তার পেইন্টিংটি হোয়াইট হাউসের দেওয়ালে শোভা পাক। এদিকে বাইডেন আদৌ আসতে পারবেন কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে।