ভোটকেন্দ্রের অদূরে বিস্ফোরণ, মুখ্যমন্ত্রী বললেন ‘নকশালহানা কমেছে’!

মাও হানা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bhupesh-1693233550.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের প্রথম দফা নির্বাচনেই হল আইইডি বিস্ফোরণ। যেমনটা ভয় পাওয়া গিয়েছিল, তেমনটায় ঘটল। বিস্ফোরণে জখম হলেন ভোটের ডিউটিতে কর্মরত সিআরপিএফ জওয়ান। এবার সেই মাও হানা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী ভূপেশ বাঘেল।

এদিন ভূপেশ বাঘেল বলেন, “৫ বছরে আমরা যে কাজ করেছি তাতে নকশালবাদ অনেকাংশে পিছিয়ে গেছে। ফলস্বরূপ, গ্রামে গ্রামে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। মানুষ তাদের গ্রামেই ভোট দেবে। সেই নকশাল প্রভাবিত এলাকা গুলি থেকে বেশি মাত্রায় ভোট আসবে বলেই মনে করছি। তবে এই মাও হানা দুর্ভাগ্যজনক”।