নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মদ কেলেঙ্কারি মামলায় ইডি দলের অভিযান নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, "ইডি-র কাছে কোনও ইসিআইআর নম্বর নেই। আমরা এ বিষয়ে জানতে চাইলে তার কোনো উত্তর ছিল না। কেউ আমাকে স্পর্শ করার সাহস পায় না, এটা সবই বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র। তাদের কাজ আমাদের হয়রানি করা"। তিনি আরও জানান যে অভিযানে ইডি দল ৩৫ লাখ টাকা উদ্ধার করেছে।
/anm-bengali/media/media_files/2024/12/16/YtmJ5u7ZDccGQb2QGxS5.jpg)