নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস প্রফেসর অনুপম কুমার নেমা বলেন, "প্রায় ২০০ শিক্ষার্থী (বাংলাদেশী) বিভিন্ন বিভাগে পড়াশোনা করছে। তারা আন্তর্জাতিক বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেলে অবস্থান করছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিছু শিক্ষার্থী ভয় পেয়ে বাড়ি ফিরতে চায়। তবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আমরা তাদের কাউন্সেলিং করছি। কিছু শিক্ষার্থী যারা তাদের ডিগ্রি শেষ করেছে কিন্তু কিছু কাজের কারণে ভারতে রয়েছে তাদের থাকার উপযুক্ত জায়গা দেওয়া হচ্ছে। মেসে তাদের খাবারও দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বয়েজ হোস্টেলে যথাক্রমে ৮৪ জন ছেলে (বাংলাদেশী) ও ৪২ জন মেয়ে (বাংলাদেশী) রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রায় ৭০০ আন্তর্জাতিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।"
#WATCH | Varanasi, Uttar Pradesh: On the current political situation in Bangladesh, BHU Dean of Students, Prof Anupam Kumar Nema says, "...Almost 200 students (Bangladeshi) are studying in different departments. They are staying in the international boys and girls hostel. Proper… pic.twitter.com/MUmYHzgFpE