নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিদিশা লোকসভা প্রার্থী শিবরাজ সিং চৌহান একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, “কংগ্রেস এবং তার নেতারা বারবার বলে আসছেন যে গণতন্ত্র বিপন্ন। গণতন্ত্র বিপন্ন নয়, সংবিধান নিরাপদ হাতে। তবে যদি কেউ বিপন্ন হন তবে তা কংগ্রেস দল। আমি আজ একটা প্রশ্ন করতে চাই, আমার বয়স তখন ১৭ বছর, একাদশ শ্রেণিতে পড়তাম, জরুরি অবস্থার সময় আমাকে জেলে পাঠানো হয়েছিল, তখন প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত ইন্দিরা গান্ধী। কংগ্রেসের অবস্থা অনেকটা ক্রুদ্ধ বিড়ালের খুঁটি আঁচড়ানোর মতো। রাহুল গান্ধী তারের মাধ্যমে বিবৃতি দিচ্ছেন যে বিজেপি জিতলে (লোকসভা নির্বাচন) দেশ জ্বালিয়ে দেওয়া হবে।”