নিজস্ব সংবাদদাতাঃ দেশ ছেড়ে পালিয়ে বিদেশে গা ঢাকা দিয়ে বসে আছেন শিল্পপতি বিজয় মাল্য। আত্মগোপন করে বসে থেকেও তিনি হারবার্টসন এবং ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের শেয়ারে ব্যবসার এক নতুন উপায় খুঁজে পেয়েছিলেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা সেবি।
/anm-bengali/media/post_attachments/593e37e98c722ec5d1bd75d6f7c68323ce665f0bd12c5ccab4ffa33f1c2b30a7.jpg?w=414)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আগামী তিন বছর ভারতের বাজারে তার সমস্ত রকম লেনদেনকে নিষিদ্ধ করেছে স্টক মার্কেট রেগুলেটর সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এর ফলে তিনি ভারতীয় বাজারে আগামী তিন বছর শেয়ার বাজারে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনওভাবেই শেয়ার কেনাবেচা করতে পারবেন না।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2018/07/2018-07-08T135011Z_1_LYNXMPEE670JN_RTROPTP_3_INDIA-MALLYA.jpg?impolicy=website&width=400&height=300)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)