নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার সিরসা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অশোক তানওয়ারকে। এবার তিনি দিলেন বড় বার্তা। তিনি দাবি করেছেন, দেশ গড়ার ক্ষমতা একমাত্র ভারতীয় জনতা পার্টিরই আছে।
/anm-bengali/media/post_attachments/5dd33850-374.png)
তিনি বলেছেন, "দেশ আমাদের দল পছন্দ করে। দেশ চায় প্রধানমন্ত্রী মোদি উন্নত ভারত গড়ুক। আমরাও আমাদের পূর্ণ শক্তি ব্যবহার করব এবং অন্যান্য রাজনৈতিক দলে থাকা সকল বন্ধুদের বলবো যে এখন দলটির দিকে তাকাবেন না, দেখুন দেশ কে গড়তে পারে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ গড়ার ক্ষমতা একমাত্র ভারতীয় জনতা পার্টিরই আছে।"
/anm-bengali/media/media_files/DI3uJEtMcL6nyanZdTjG.jpg)
উল্লেখ্য, বিরোধী দলগুলি দাবি করছে এবার বিজেপির হার নিশ্চিত। আর অপরদিকে বিজেপি ৪০০ এর বেশি আসনে এনডিএ সরকারের জয় নিশ্চিত বলে দাবি করেছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .