'ভারতরত্ন' সম্মান ডঃ এম.এস স্বামীনাথনকে

ভারতে কৃষিবিদ্যার অন্যতম উদ্ভাবক ও গবেষক ডঃ এমএস স্বামীনাথনকে 'ভারতরত্ন' সম্মান প্রদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কৃষিক্ষেত্রে তাঁর অবদানকে সম্মান জানাতেই এই পদক্ষেপ।

author-image
Shroddha Bhattacharyya
New Update
varatratna.jpg

নিজস্ব সংবাদদাতা : ডঃ এমএস স্বামীনাথনকে ভারতরত্ন (Bharat Ratna) প্রদান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। কিছুক্ষন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister of India) সম্প্রতি তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, "এটি অত্যন্ত আনন্দের বিষয় যে ভারত সরকার ডক্টর এমএস স্বামীনাথনকে (M. S. Swaminathan) ভারতরত্ন প্রদান করছে। কৃষি ও কৃষকদের কল্যাণে আমাদের জাতির জন্য তাঁর অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই পদক্ষেপ। তিনি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কঠিন সময়ে ভারতকে কৃষিতে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করার জন্য এবং ভারতীয় কৃষিকে আধুনিকীকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসামান্য প্রচেষ্টা চালিয়েছেন তিনি। আমরা একজন উদ্ভাবক এবং পরামর্শদাতা হিসাবে তার অমূল্য কাজকে স্বীকৃতি দিচ্ছি এবং বেশ কিছু ছাত্রদের মধ্যে কৃষিবিদ্যা শেখার ও ভবিষ্যতে গবেষনা করার জন্য তাদেরকে উৎসাহিত করছি। ডঃ স্বামীনাথনের দূরদর্শী নেতৃত্ব কৃষিবিদ্যায় শুধুমাত্র পরিবর্তন আনেননি, দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষিক্ষেত্রে সমৃদ্ধি নিশ্চিত করেছে। তাঁকে আমি ঘনিষ্ঠভাবে চিনতাম এবং আমি সর্বদা তার অন্তর্দৃষ্টি এবং ইনপুটকে মূল্য দিতাম।"

 

 

flamefood1

 

cityaddnew

 

flavourfood