Cyclone: হাওয়ার গতিবেগ হবে ১৩৫ কিমি প্রতি ঘণ্টা
১৫ জুন গুজরাটের দ্বারকা, জামনগর, কচ্ছ এবং মোরবি জেলায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫-১৩৫ কিলোমিটার হবে। আজ মঙ্গলবার এমনই সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি।
১৫ জুন গুজরাটের দ্বারকা, জামনগর, কচ্ছ এবং মোরবি জেলায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫-১৩৫ কিলোমিটার হবে। আজ মঙ্গলবার এমনই সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি।
১৪ জুন সৌরাষ্ট্র ও কচ্ছের কচ্ছ, দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জামনগর, রাজকোট, জুনাগড় এবং মোরবি জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy)-এর দাপটে গুজরাট রাজ্যে শুরু হল বৃষ্টি। জানা গিয়েছে, আজ মঙ্গলবার অতি প্রবল ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূলের দিকে অগ্রসর হওয়ায় কচ্ছ জেলার নালিয়া শহরে হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ধেয়ে আসছে সাইক্লোন বিপর্যয়। এদিকে এই সাইক্লোনের আসার আগেই একাধিক রাজ্যের সমুদ্রগুলি যেন ফুঁসছে। মুম্বাই থেকে শুরু করে গুজরাট, একাধিক জায়গার সমুদ্র ফুঁসছে।
{{ primary_category.name }}