নিজস্ব সংবাদদাতা: মহাদেব বেটিং অ্যাপ মামলা নিয়ে, ফের মুখ খুললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা পদপ্রার্থী ভূপেশ বাঘেল। যবে থেকে এই অ্যাপ চর্চায় এসেছে, তবে থেকে খানিকটা ব্যাকফুটে চলে গেছেন ভূপেশ বাঘেল। দলের সমর্থন পেলেও, খানিকটা ভোটের প্রচারে যেন প্রভাব ফেলছে এই বেটিং অ্যাপ প্রসঙ্গ। তা বোধহয় নিজেও বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী। তাই প্রচার সভা থেকেও বাদ যাচ্ছে না মহাদেব বেটিং অ্যাপ।
এদিন ভূপেশ বাঘেল বলেন, “এর তদন্ত ২ বছর ধরে চলছে। অনলাইন বেটিং নিষিদ্ধ না হলে কিছুই বন্ধ হবে না। লক্ষ লক্ষ জাল অ্যাকাউন্ট রয়েছে যারা অনলাইন বেটিং করে চলেছে। কেন্দ্রীয় সরকারের উচিত তাদের চিহ্নিত করে বন্ধ করা”।