বিস্ফোরণের ক্ষত সামলে আবার খুলছে বেঙ্গালুরুর ক্যাফে! কী বার্তা দিলেন ক্যাফের মালিক

বিস্ফোরণের পর ফের খুলতে চলেছে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে। ১ মার্চ আইইডি বিস্ফোরণের পরে ক্যাফেটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে ক্যাফেটি পুনরায় চালু করা হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
bengaluru cafe owner .jpg

নিজস্ব সংবাদদাতা : বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের পর ফের খুলতে চলেছে।  বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফের মালিক এবং সিইও রাঘবেন্দ্র রাও বলেন, ১মার্চ আইইডি বিস্ফোরণের পরে পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “এই ধরনের ঘটনা ঘটা  উচিত ছিল না। এটা আমাদের জন্য বড় শিক্ষা। আগামীকাল আমরা জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে আমাদের আউটলেট (পুনরায়) চালু করছি।”

bengaluru cafe blast 2.JPG

 bengaluru cafe blast 1.JPG

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg