"Say No to Drugs", এবার চরম পদক্ষেপ পুলিশের

মাদকের বিরুদ্ধে সচেতনতার বড় বার্তা দিল পুলিশ।

author-image
SWETA MITRA
New Update
drugss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ।  আজ বেঙ্গালুরু পশ্চিম বিভাগ পুলিশ আজ "Say No to Drugs" ওয়াকাথনের আয়োজন করল। অভিনেতা গণেশ ওয়াকাথনের উদ্বোধন করেন। বেঙ্গালুরু সিটির পশ্চিম বিভাগের ডিসিপি এস গিরিশ বলেন, "আমরা সমস্ত শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই। আজ আমরা পশ্চিম বিভাগে এটি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। "Say No to Drugs" এই বার্তা আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে।“