নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যা মামলায় এবার তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, তাঁকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নিকিতার ভাই এবং মা - অনুরাগ ও নিশা সিংহানিয়াকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ড ডিভিশনের ডিসিপি শিবকুমার জানান, নিকিতার মা ও ভাইকে প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে।
অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় উত্তরপ্রদেশের জৌনপুরে গিয়ে নিকিতার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিল বেঙ্গালুরু পুলিশ। কিন্তু সেখান থেকে কাউকে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে বাড়ির সামনে বেঙ্গালুরু পুলিশের তরফে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এবার দুটি আলাদা শহর থেকে মোট তিন জনকে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করেছে। মৃত ইঞ্জিনিয়ার অতুলের ভাই বিকাশের করা এফআইআর অনুযায়ী, নিকিতা তাঁর স্বামীর থেকে ৩ কোটি টাকা চেয়েছিল মামলা তুলে নেওয়ার জন্য। এছাড়া ছেলের দেখাশোনার জন্য অতুলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা চেয়েছিল। এই পরিস্থিতিতে নিকিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ নিয়ে এসেছিল অতুলের পরিবার।