বেঙ্গালুরু তরুণের আত্মহত্যার ঘটনায় কংগ্রেস নেত্রী তুলে আনলেন আরও এক সত্য!

'তাই তিনি মৃত্যুর পথ বেছে নেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
lsi20nc_atul-subhash-family_625x300_11_December_24

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লীতে অতুল সুভাষ আত্মহত্যার ঘটনায় কংগ্রেস নেতা মুমতাজ প্যাটেল বলেছেন, “এই দেশে একটি পুরুষতান্ত্রিক ব্যবস্থা রয়েছে এবং আমরা দেখেছি যে এর কারণে মহিলাদের সবসময় চাপ দেওয়া হয়েছে এবং অনেক মহিলা আছেন যারা শিকার হয়েছেন। এখনও সমস্যায় আছেন, দুঃখিত এবং বিচার চাইছেন এমন মহিলাও রয়েছে। কিন্তু অতুল সুভাষের সাথে যা ঘটেছে এবং আমরা যা শুনেছি বা দেখছি - অবশ্যই উভয় পক্ষের ভুল ছিল। তাই তিনি মৃত্যুর পথ বেছে নেন। অন্যথা, তিনি তাঁর স্ত্রীর মাসিক ভরণপোষণ দিতেন, কিন্তু নিয়মিত কাউকে হয়রানি করতেন না। অথচ তারপরও প্রতিনিয়ত তাঁকে হয়রানির শিকার হতে হত। এতটা চাপ দিয়েছিল যে একজনকে আত্মহত্যা করতে হল, এটা ভুল হয়েছে তাঁর সাথে”।

bengaluru-techie-atul-subhash-suicide-case-1733897630082-16_9