নিজস্ব সংবাদদাতা: এখনও গরম আসতে আরও কিছু সময় বাকি। অথচ তার আগেই দেখা দিল তীব্র জলের সঙ্কট। বেঙ্গালুরুতে জলের সঙ্কট এতোটাই, যে কর্ণাটক জল সরবরাহ এবং নিষ্কাশন বোর্ড জারি করেছে একাধিক নিয়ম। গাড়ি ধোয়া, বাগান করা, নির্মাণকাজ, জলের ফোয়ারা এবং রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য পানীয় জলের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বেঙ্গালুরু জুড়ে৷ কেউ আদেশ লঙ্ঘন করলে তাঁকে ৫০০০ টাকা জরিমানা পর্যন্ত দিতে হতে পারে।