বিজেপির সঙ্গে জোট বড় দলের, ২৮টি আসনেই জয়লাভ! ঘোষণা হয়ে গেল

খুব শীঘ্রই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি এখন তুঙ্গে।

author-image
Probha Rani Das
New Update
tejaswisuryaha.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বলেন, “বিজেপি-জেডিএস একজোট হওয়ায় তৃণমূল স্তরে দুই দলকেই শক্তি জুগিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, ২৮টি লোকসভা আসনের সবকটিতেই এই জোটের ইতিবাচক প্রভাব পড়বে। অনেক আসনে এই জোট গেমচেঞ্জার হবে। সামগ্রিকভাবে এটি রাজ্যের জন্য অনেক ভাল কাজ করতে চলেছে। আমি এইচডি কুমারস্বামীকে ৪ এপ্রিল মনোনয়নের সময় আমার সাথে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিসমস্ত জেডিএস কর্মীরা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আসতে এবং তাঁর উন্নয়নমূলক রাজনীতিকে সমর্থন করতে খুব উত্তেজিতবিজেপি-জেডিএস জোটের ফল হবে দারুণ।” 

tejaswi surya asw.jpg

Add 1

cityaddnew

স

স