নিজস্ব সংবাদদাতা: কম্বোডিয়ায় অভিযোগ ওঠে যে ৫০০০- এরও বেশি ভারতীয় আটকা পড়েছে, যেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয় এবং বাড়ি ফিরে লোকজনের উপর সাইবার জালিয়াতি চালাতে বাধ্য করা হয়। তারপর জানা যায় যে কম্বোডিয়ান কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে এ পর্যন্ত প্রায় ২৫০ ভারতীয়কে উদ্ধার ও প্রত্যাবাসন করেছে ভারত সরকার। এই নিয়ে পোস্ট করল বঙ্গ বিজেপি।
X হ্যান্ডেলে তারা লেখে, 'কম্বোডিয়ায় আটক ২৫০ ভারতীয়কে উদ্ধার স্বরাষ্ট্র মন্ত্রকের। দেশ ও দেশবাসীর সুরক্ষাই প্রধান লক্ষ্য মোদী সরকারের'।