লোকসভা নির্বাচনের আগে এবার এজিপি, আবার চর্চা এনডিএ নিয়ে

লোকসভা নির্বাচন নিয়ে মন্তব্য রেখেছেন অতুল বোরা।

author-image
Aniket
New Update
sc

File Picture

নিজস্ব সংবাদদাতা: পরের বছরই লোকসভা নির্বাচন। তার আগে এবার লোকসভা নির্বাচন নিয়ে মন্তব্য করলেন আসামের মন্ত্রী এবং অসম গণ পরিষদের (এজিপি) প্রধান অতুল বোরা। তিনি বলেছেন, "আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র অংশ। আমরা লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আত্মবিশ্বাসী যে এবার আমরা আমাদের দলের প্রতিনিধি লোকসভায় পাঠাতে পারব। এখন পর্যন্ত, আসন ভাগাভাগি নিয়ে আমরা বিজেপির সঙ্গে কোনো আলোচনা করিনি"। তার এই বক্তব্যের জেরে নতুন করে এনডিএ-এর সরকারের ভালো ও খারাপ নিয়ে চর্চা শুরু হয়েছে। 

 

hiring 2.jpeg