‘মিশন মুন’-এর আগে ভগবানের দ্বারস্থ ISRO-র বিজ্ঞানীরা

শুক্রবার উৎক্ষেপণের জন্য প্রস্তুত চন্দ্রযান ৩। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্র মিশনে যাতে কোনও ভুল না হয় তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
chandra.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ‘মিশন মুন’ নিয়ে আত্মবিশ্বাসী ইসরোর বিজ্ঞানীরা। কারণ আগামীকাল ISRO-র বিজ্ঞানীদের জন্য বিরাট একটি দিন। কারণ কাল ‘মিশন মুন’-এর লক্ষ্যে লঞ্চ হবে চন্দ্রযান ৩। এদিকে আজ বৃহস্পতিবার ইসরোর বিজ্ঞানীদের একটি দল চন্দ্রযান-৩-এর একটি ক্ষুদ্র মডেল নিয়ে তিরুপতি ভেঙ্কটচলপতি মন্দিরে প্রার্থনা করতে পৌঁছেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে ইসরো। এই প্রসঙ্গে ইসরোর এক বিজ্ঞানী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, 'এটি চন্দ্রযান-৩, চাঁদে আমাদের মিশন। আগামীকাল লঞ্চ হবে।‘