নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টির (Heavy Rainfall) জেরে নাজেহাল অবস্থা হয়েছে হিমাচল প্রদেশের। এদিকে হিমাচল প্রদেশের মান্ডি ও কুল্লুতে ভারী বর্ষণের জেরে বিখ্যাত বিয়াস নদীর জল আচমকাই বৃদ্ধি পেয়েছে। বলতে গেলে বিপদসীমার ওপর বইছে জল। রাস্তাতেও উঠে এসছে জল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এদিকে ভূমিধসের কারণে মান্ডি থেকে কুল্লুর দিকে ৩ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে।