Cyclone বিপর্যয় : সমুদ্র সৈকত না মরুভূমি? দেখুন ভিডিও

এক নিমেষেই বদলে গেল সমুদ্রের রূপ! সৌজন্যে বিপর্যয়। বিপদের আশঙ্কায় গুজরাটে সমুদ্র সৈকত পরিণত হয়েছে ধূ ধূ মরুভূমিতে। নেই জনপ্রাণী। নেই কোলাহল। দেখুন ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
11

নিজস্ব সংবাদদাতা :  বিপর্যয়ের চোখরাঙানিতে মরুভূমিতে পরিণত হয়েছে সমুদ্র সৈকত। কোথায় জনকোলাহল? রেড অ্যালার্টের জেরে সমুদ্র থেকে দূরত্ব বেড়েছে পর্যটকদের। নেই কোনো প্রাণী। সমুদ্রের পাড়ে যেখানে ছোট ছোট স্টল বসে, সেই স্টলের কাঠামোগুলি রয়েছে শুধু। ঝোড়ো হাওয়ার দাপট এতটাই যে ফুঁসছে সমুদ্র। তীরবর্তী এলাকা ধূ ধূ ফাঁকা। আকাশের মুখ ভার। সদ্য প্রকাশ্যে এসেছে গুজরাটের মান্ডভি সমুদ্র সৈকতের সেই ছবি।  যেখানে ধরা পড়েছে উত্তাল সমুদ্রের রূপ। আইএমডির বুলেটিন মারফত জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়টি ১৫ জুন সন্ধ্যার মধ্যে জাখাউ বন্দরের কাছে সৌরাষ্ট্র ও কচ্ছ অতিক্রম করতে চলেছে। জাখাউ বন্দরে ল্যান্ডফলের সম্ভাবনা। গুজরাটের কচ্ছ, দেবভূমি দ্বারকা এবং জামনগর জেলাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে ঘূর্ণঝড়টি। কার্যত তছনছ হতে চলেছে গুজরাট। সৌরাষ্ট্র ও কচ্ছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।এখনও পর্যন্ত ৩৭,৭০০ জনেরও বেশি লোককে গুজরাটের আটটি উপকূলীয় জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত সেনা।